ABOUT US
MONIPURI HANDICRAFTS
HOMEMADE, VINTAGE, LOCAL
About Us
সুদীর্ঘ ব্যাবসায়িক অভিজ্ঞতা ও ক্রেতাদের আস্থা ও সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমরা দিয়ে থাকি শতভাগ সিলেটের অরিজিনাল মণিপুরী হ্যান্ডলুম শাড়ি।
উৎসব মানেই যেন মনিপুরী হ্যান্ডলুম শাড়ি।। পছন্দের শাড়িটি নিজের করে নিতে কে না চায়।। তাইতো অনেকেই আগে ভাগে কিনে নিশ্চিন্তে বসে থাকেন। মনিপুরী হ্যান্ডিক্রাফটস্ দিচ্ছে আপনাদের একদম অথেনটিক পন্য। তাতীদের নিজস্ব হাতে বোনা অরিজিনাল মনিপুরী হ্যান্ডলুম শাড়ি।।প্রতিটা শাড়িতে আছে রানিং ব্লাউজ পিস।
আমাদের রয়েছে ফল্স ,টারসেল এর সুবিধা
আমাদের তাঁতিদের হাতে তৈরি
শতভাগ কোয়ালিটিফুল পণ্য
সুতার পাকা রং
হ্যান্ডওয়াশেবল
নিখুত নকশায় ১২ হাত দৈর্ঘ্য
সাথে রানিং ১.৫ হাত ব্লাউজ পিছ
বহর ৪১.৫ থেকে ৪৪ ইঞ্চি।
Coverage
২০১৪ সালে শুরু করা মণিপুরি হ্যান্ডিক্রাফট এখন একটা পরিচিতি, সুনাম, বিশ্বস্ততার ভিত তৈরি হয়েছে। বাংলাদেশ, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের ক্রেতারাও তাঁর কাছ থেকে অনলাইনে কাপড় কিনছেন।
তবে শুধু মণিপুরি তাঁতের কাপড়েই নেই মণিপুরি হ্যান্ডিক্রাফটের দুনিয়া। হাতে তৈরি অলংকারও এখন ক্রেতাদের আগ্রহ মেটাচ্ছে। মেটাল, সুতা, কড়ি ইত্যাদি দিয়ে তৈরি করছেন বিভিন্ন ধরনের অলংকার। ক্রেতারা সেই অলংকারও লুফে নিচ্ছেন।